বোরখা বনাম বিকিনি

December 26, 2021

My Life

20 Comments

শীলা ,

আমার আগের ব্লগ পোস্ট হবার পরে আমার আত্নীয়- বন্ধু অনেকের থেকে আমি যে রিয়্যাকশন পেয়েছি তা হোল আমি বোরখা বিরোধী। হ্যা, আমি মেয়েদের বিনা কারনে , জোর পূর্বক বস্তা দিয়ে পেঁচিয়ে রাখা কখনোই সাপোর্ট করিনা। যদি কোন মেয়ে স্বতপ্রণোদিত হয়ে বা ধর্মে বিশেষ অনুরাগী হয়ে নিজেকে হাইবারনেটেড রাখতে চায়, এখানে আমার কোন কথা নাই।

তবে, আমি এরম প্রচুর মেয়ে দেখছি, যারা চুল ধুতে হবে, গোসল করতে হবে, বাসার পোশাক পাল্টাতে হবে, মেকাপ পরতে হবে—এই ভয়ে, আলসেমিতে বোরখা পরেন। অনেকে পরেন তাফাল্লিং করতে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে, চুরি করতে, সবাইকে গোপন করে একসাথে পাঁচ বয়ফ্রেন্ড পালতে, সকল বয়ফ্রেন্ডের সাথেই একযোগে 'তোমারেই করেছি জীবনের ধ্রুবতারা' শো অফ করতে।

সমাজের নাকের ডগায় বসে 'অসামাজিক' ফাকিং বাডি হবার জন্যও বোরখার গুরুত্ব অপরিসীম। মুখ থাকবে নেকাবে ঢাকা, কেউ দেখতে পাবেনা ! এজন্য বাংলাদেশের বেশিরভাগ যৌনকর্মী দেখা যায়, বোরখা পরে। বোরখা পরেই তারা ইয়াবা পাচার , শিশু পাচার, মাদক পাচারের নামে সব অসামাজিক কর্মে লিপ্ত হয়। যাতে এলাকায় তাদের আসল চরিত্র ফাঁস না হয়ে যায় !

বোরখার উপ্রে ঢাকা—কিন্তু নিচে তো খোলা। তাই না?

তার উল্টাদিকে আমরা, যারা হিজাব-নিকাব পরিনা, ক্যাজুয়াল ড্রেস পরি , তারাই তুলনামূলক সৎ। আমরা যা করি, প্রকাশ্যে করি। বা প্রকাশ্যে করতে বাধ্য হই। আমাদের পরিচয় গোপনের জায়গা এবং সম্ভাবনা দুইই কম। আমাদের পাবলিক জীবন প্রাইভেট জীবন এবং সিক্রেট জীবন প্রায় একই।

অথচ বোরখাওয়ালা বা বোরখাওয়ালীদের দেখবা, উনাদের পুরাটাই সিক্রেট জীবন। আমি বিশ্বাস করি একজন মানুষ কতখানি সৎ, কতখানি নীতিবান আদর্শবান আধ্যাত্মিক—তার কিছুই পোশাকের মাধ্যমে নির্ধারিত হয় না।

একজন কতখানি ধার্মিক, তিনি কোন্ সমাজের কোন্ শ্রেণির শিক্ষার মানুষ, শুধুমাত্র তাই নির্ধারিত হয়। আর কে কতখানি ধার্মিক, আর কে কোন্ শ্রেণিতে বাস করেন, তা সমাজের মানুষের জন্য জানা জরুরী। যেই বোরখা মেয়েদের জোর করে পরানো হয়, আমি তার বিরোধিতা করি অবশ্যই। কিন্তু যেই মেয়ে স্বেচ্ছায় বোরখা পরেন, তার সাথে আমার বিরোধ নাই।

সেই স্ব-ইচ্ছা কি শরীরে 'ভালো' মানুষের ট্যাগ লাগানো নাকি নিজেকে গোপন করা, নাকি অপরাধের সাথে যুক্ত থাক্‌ নাকি সামাজিক নিরাপত্তার অভাব, অমুকে মারবেন তমুকে বাজে কথা বলবেন, ত্যাড়া চোখে তাকাবেন—এই কারণে নাকি বোরখা না পরলে স্কুলে যেতে পারতেছে না, চাকরি করতে পারতেছেনা, এই ট্রেড-অফে, তা আমার বিবেচ্য বিষয় না।

আমি বিশ্বাস করি, নারীর পোশাক দিয়েই লৈঙ্গিক আধিপত্যবাদী পুরুষকে নাচানো যায়। সেই পোশাক খোলা এবং পরার রাজনীতিতেই নারীর ক্ষমতাচর্চা নিহিত। আসাদের মত পুরুষরা ভাবেন, নারী ক্ষমতাহীন। অথচ আমি দেখি তার উল্টা। আমি দেখি এক বোরখা পরে ভালো মানুষ সেজে, কত মহিলা কতকিছু আদায় করায়ে নিতে পারতেছে।

সুতরাং আমি মনে করি নারীদের তাদের মস্তিষ্ক , মননশীলতা দিয়ে বিচার করা হোক, পোষাক দিয়ে নয়। কেউ বোরখাওয়ালী হলেই সে দুধে ধোয়া তুলসীপাতা , আর মাথায় – বুকে ওড়না না দিলেই সে বেশ্যা এই নীতিতে আমি বিশ্বাস করিনা। আমি বিকিনি পরার বিরোধীও না। আমি বিশ্বাস করি যেকোনো নারী ই বোরখা ও বিকিনি এই দুইই স্বেচ্ছায়, ও নিজেদের সুবিধামতো পরতে পারে।

20 Comments

Image

Zesan 30 Dec 2021

নাউযুবিল্লাহ! একটা মুসলিম কান্ট্রিতে এতা কেমন ক্যাপশন ? আপনি কি নাস্তিক ?

Image

Iklas 31 Dec 2021

apni ki bikini porey ghurte chan?

Image

Chompa 15 Jan 2022

আপনার কিছু ব্লগ পরে আপনাকে অনেক ভালো মনে করতাম, এখন বুঝলাম কেন আপনি আপনার স্বামীর বদনাম করে বেড়ান।

Image

No one 18 Jan 2022

একটা ব্লগ কি করে এতো সুন্দর হতে পারে ! একদম মনের কথা বলেছেন, পোশাক দিয়ে কোন মহিলাকে জাজ করা ঠিক না।

Image

Protika 22 Jan 2022

ইসলাম আমাদের পর্দা করে চলতে বলেছে, আপনি কোন সাহসে তার বিরোধিতা করছেন ?

Image

Imran Khan 01 Feb 2022

কার কি চরিত্র এটা কি বোঝা যায় ? তাই বলে ইসলামের বিধান কোন সাহসে অস্বীকার করছেন?

Image

আরা তামান্না 05 Feb 2022

আপনাদের মতো মহিলারা এই সমাজকে নস্ট করে !

Image

Aslam 28 Feb 2022

আপনাদের মতো মহিলাদের উচিত ধরে ধরে ১০০ দোররা মারা ! এই সমাজকে কলুষিত করে ইয়োরোপ - আমেরিকা বানাতে চায় ।

Image

elina 07 Apr 2022

apni eta kibhabe bolte parlen borkha porle shey shoth na ? Key shoth ar key ashoth ta niye kotha bolar spordha apnake key diyeche?

Image

Jesmin 16 Apr 2022

আমিতো অন্য ব্লগেই বলেছিলাম এই মহিলার চরিত্র ভালোনা !

Image

Jesika 30 May 2022

আপনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর , যে যাই বলুক , আপনি প্লিজ থামবেন না !

Image

Wahid 03 July 2022

বিকিনির সাথে বোরখার তুলনা , এই প্রথম দেখলাম।😷

Image

Tushar 15 Aug 2022

রাস্তাঘাটে বের হলে এখন থেকে বিকিনি পরিয়েন !

Image

Insan Ali 10 Sep 2022

মেয়েদের সুরক্ষার জন্যই ইসলাম এই বিধান দিয়েছে, আপনারাই কোমলমতি মেয়েদের নস্ট করেন।

Image

Polas Haza 09 Oct 2022

এই মহিলা হিন্দুয়ানী, ভারতের দালাল।

Image

Julker 01 Nov 2022

একটা ভদ্র পরিবারের মেয়ে কখনো এভাবে লিখতে পারেনা। আপনার আমাদের মত মুসলিম দেশে থাকা িক না।

Image

No-One 12 Nov 2022

প্রথমে স্বামীর দোষের কথা বলে নাকি কান্না কাঁদলেন, এসব বলার জন্য?

Image

Mithi 22 Nov 2022

ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট থিং টু হাইড।

Image

Mamun 10 Jan 2023

শয়তান মহিলা, এদের জায়গা জাহান্নাম !

Image

Falguni 15 Jan 2023

অসাধারন পোস্ট, সত্যিই অসাধারন, যত আপনার পোস্ট পড়ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি।

Leave a comment