আমার নারীবাদ হয়ে ওঠার গল্প
September 14, 2021
My Life
14 Comments
শীলা,
আমি নারীবাদী এটা সবাই জানে, একারনে অনেকেই আমাকে ব্যক্তিগত বা পেশাগত জীবনে পুরুষবিদ্বেষী মনে করে। কিন্তু, বাংলাদেশে একটা বড় অংশের মেয়ে কেন পুরুষবিদ্বেষী হয়ে ওঠেন, তার অন্যতম প্রধান কারন লিখেছি আজকের এই ব্লগে।
যেই পুরুষদের নিজেদের পোশাকের কোনো ঠিকঠিকানা নাই, যারা লুঙ্গি তুলে রাস্তায় মুতে হাঁটুর বাটি, বুকের লোম দেখায়ে প্রকাশ্যে ঘুরে বেড়ান ট্যাংট্যাং করে। সমাজে তারাই আবার জাজমেন্টাল হয় মেয়েদের নিয়ে !
আবার তারা নিজেদের এতোখানি প্রভাবশালী মনে করেন যে অপরিচিত একজন মেয়ের পোশাক বিষয়ে মন্তব্য করতে তাদের আটকায় না।
সেটা রাস্তার মুদি দোকানদার থেকে শুরু করে সম্পূর্ণ অপরিচিত একজন ব্যাংকার— যেই হন না কেন, তারা ভাবেন তাদের আল্লাহ মেয়েদের ওড়না রক্ষার দায়িত্ব তাদের কাঁধের উপরেই দিয়েছেন।
তারা কখনোই তাদের লোভাতুর চোখের চাহনী, ওড়না ছাড়া মেয়েদের বুক দেখলে কামাতুর হয়ে ওঠা বন্ধ করবেনা । তারাই মেয়েদের হাত মোজা, পা মোজা, হিজাব- নিকাব দিয়ে বস্তাবন্দী করে রাখতে চাইবে, নিষ্পেসিত করবে জনম জনম।
মেয়েরা যে নিজেদের বাবা এবং ভাইদের সামনেও নিরাপদ না, তা এই কথায় স্পষ্ট। আমি বুঝতে পারিনা, বাবা এবং ভাইয়ের সামনে একজন মেয়ে হাফপ্যান্ট পরলেও তাদের সমস্যা হবে কেন?
এমনকি আমি ও আমার ছোট বোন বাসায় টিশার্ট- ঢোলা প্যান্ট পরলে আমার বাবা একদিন বলে তোমরা এসব বাসায় পরা বন্ধ করো, সালোয়ার কামিজ পরো। তখন আমরা বলি কেনো আমাদের সালোয়ার কামিজ ই পরতে হবে বাসায়, একটু কমফোর্টেবল ড্রেস পরতে পারবোনা ? মানুষ কি বাসায় বসে ঘাড়-মাথা ঢেকে থাকবে সবসময় ?
আমরা বাসায় ওড়না পরিনা দেখে কি সমস্যা হয় তোমার? যেই বাবা এবং ভাই নিজেদের মেয়ে বা বোনকে দেখে যৌন উত্তেজনা বোধ করেন, সেই বাবা এবং ভাইকে তো মাথার ডাক্তারের কাছে পাঠাতে হবে সেই মেয়েকে বস্তাবন্দী করার আগে। নাকি?
তাই আমি পুরুষদের বলতে চাই , আপনারা দয়া করে আপনাদের ঘৃণা করার রসদ সাপ্লাই দেওয়া বন্ধ করেন। আপনারা দয়া করে মেয়েদের পোশাক নিয়ে মাথা ঘামানো বন্ধ করেন। আনলেস কেউ এসে তার পোশাক বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছেন, সেরম পরিস্থিতি বাদে দয়া করে মেয়েদের পোশাক এবং পোশাকের সাথে চরিত্রর যোগ দেওয়ার মান্ধাত্মা আলাপ বন্ধ করেন।
অন্যদের নিয়ে কথা বলার আগে নিজেদের নিয়ে চিন্তা করেন। মাথায় রাখেন, আমাদের জামা কাপড় ওড়না পেটিকোট জাইঙ্গা ব্রা রক্ষার দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাদের পৃথিবীতে পাঠান নাই। দিলে আপনার উপর নাযেল হওয়া ওহি ডাউনলোড করে আমাকে ফরওয়ার্ড করেন। আমি দেখতে চাই আপনি কোন্ বঙ্গবাজারে আবির্ভাব হওয়া কবেকার নবী।
14 Comments
sujon 19 Sep 2021
অসুস্থ, বিকৃত মন।
nirghum prohori 30 Sep 2021
সব বাবা- মা ই চায় মেয়ে ভদ্র, নম্র হয়ে বড় হোক। সেজন্য বাসা থেকেই ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেয়। ওড়না পরতে বলে।
আফসানা হোসনেআরা 07 Mar 2022
এজন্য নিজের বাবার প্রতি নোংরা চিন্তা করা অসুস্থতার লক্ষন।
রয়েল সিরাজুল 09 July 2022
beyadob moheela
মেঘলা শারমিন 10 Sep 2022
নারীবাদের সাথে পোশাকের কি সম্পর্ক ? সব নারীবাদীরাই দেখি লেংটা হইতে চায় !
মোতালেব বাড়ি 15 Sep 2022
সহমত।
Nisi Konna 13 Oct 2022
আপু আপনার সাহসের প্রশংসা না করে পারছিনা।
হানি সামছুন 30 Nov 2022
bepok binodon Paisi 😜
মেঘলা আরিফা 01 Dec 2022
নোংরামি , নস্টামি বন্ধ করেন।
বিপু নাজমুল 31 Dec 2022
ফালতু মহিলা, তোর মায়রে .........
উম্মে তানজিনা 13 Dec 2022
সবসময় কেন মহিলাদের ই বস্তায় ভরে রাখতে চায় এই পুরুষতান্ত্রিক সমাজ ? কেন তারা নিজেরা নিজেদের বস্তায় ভরেনা?
26 Dec 2022
ন্যাংটো হইয়া ঘুরতে চান , ঘুরবেন, বাপ-ভাইয়ের সামনে ক্যান?
ইসলাম মোস্তাফিজুর 30 Dec 2022
আবাল আবাল ! 😣
মৌসুমি 03 Feb 2023
নস্টামি করার আর জায়গা পাননাই ? সামনে পাইলে ন্যাংটা কইরা ছাইড়া দিতাম!😡