ধর্ম যার যার উৎসব সবার

October 20, 2021

My Life

11 Comments

প্রিয় শীলা,

ইদানীং ফেইসবুকে ইদানীং একটা ক্রেজ নিয়ে তুমুল লেখালেখি হচ্ছে দেখলাম। 'ধর্ম যার যার উৎসব সবার' এই ডায়লগে বাংলাদেশের তথাকথিত মুসলমানের এতো ভয় পাওয়ার বা রাগ হওয়ার কারণটা কী?

ডায়লগটা তো খুব সাধারণ। ধর্মের যেট্টুক ঐ ধর্মের ধার্মিকের জন্য পালনীয়, অর্থাৎ নামাজ রোজা পুজা রোববার চার্চে যাওয়া ইত্যাদি ইত্যাদি— তা উনারা নিজেরা নিজেরা পালন করবেন। আর উৎসবের যদ্দূর, অর্থাৎ খাওয়াদাওয়া হাসি আনন্দ— তাতে অন্য ধর্মের লোকজনসমেত সবাই যুক্ত হবেন। যেমন ধরো, সনাতনীরা বলি দিবে , পুজা করবে একলা একলা নিজেরা, কিন্তু পুজার নাড়ুর ভাগ মুসলমানও পাবেন। আবার ধরেন খ্রিশ্চানরা চার্চে যাবেন একলা একলা, কিন্তু বড়দিনের কেক মিষ্টি চকলেট উপহার পাবেন সনাতনীরাও।

তো আমারে বলো, বাংলার মুসলমানের এই সাধারণ ডায়লগে এতো চ্যাত উঠার কারণ কী?

কারণটা কি এই যে উনাদের ওয়াহাবিস্ট , কট্টরবাদী ধর্মে, মাংস কাটাকাটির কসাইয়ের কাজ ছাড়া আসলে কোনো উৎসব নাই? কারণ কি এই যে উনাদের ধর্মে মেয়েগুলিরে বস্তাবন্দী করে ঘরে আটকিয়ে, উনাদের দিয়ে তিরিশ পদের রান্না রান্ধায়া ব্যাডাগুলির রাস্তাঘাটে বেহুলার মতো এমনিএমনি ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উৎসব নাই?

কারণ কি এই যে উনাগো ধর্মে কোথাও নাচ গান কবিতা সিনামা আনন্দের ফূর্তির মদের জায়গা নাই?

কারণ কি এই যে পরকালের এক গাইনের গীতের ভ্যাজরভ্যাজরের কারণে, উনাদের ত্যাজপাতাস্বরূপ ইহকালে, এমন কোনো উৎসবে্র‌, আনন্দের্‌ রঙের, দোলের ,ঢাকের ,ঢোলের অস্তিত্ব নাই যাতে অন্য ধর্মের মানুষ যোগ দিতে পারেন?

কারণ কি এই যে এই কথা বলে ফেললে নিজের ধর্মের পোলাপাইন হালুয়া রুটি, শবেবরাতের বেদ্বাত এর কারনে, অন্য ধর্মের হ্যালোউই্‌ন, রঙ , দূর্গাপুজা, ক্রিসমাসে গিয়ে 'Allah will understand' বলে উদ্বাহু নাচা শুরু করবেন?

তা এই যদি কারণ হয় তো উনাদের এই ডায়লগে চ্যাত উইঠা লুচির মতো ফুলতে থাকা খুব স্বাভাবিক। তবে, আপনাদের ঈদ বা ধর্ম বা পশু কুরবানী বা গরু ছাগল খাওয়া নিয়া আমার ঝামেলা নাই। আমার ঝামেলা আছে আপনাদের না , জানাবোঝায়। আপনাদের রাস্তা বন্ধ করে, রাস্তা রক্তাক্ত দুর্গন্ধ করে কুরবানী দেওয়ায়। আপনাদের সর্বোচ্চ গ্রিন-হাউজ গ্যাস উৎপাদনকারী পরিবেশ ধ্বংসকারী পশুপালনের ইন্ডাস্ট্রি সম্পর্কে অসচেতন থাকায়।

আপনাদের পশুর শরীরে কত পদের এ্যান্টিবায়োটিক কত পদের গ্রোথ হরমোন কত পদের স্টেরয়েড পুশ করে আপনাদের টাইপ-২ ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেই বিষয় সম্বন্ধে অজ্ঞতায়।

এজন্যই রবীন্দ্রনাথ বলে গেছেন – সাত কোটি বাঙ্গালীর হে মুগ্ধ( মূর্খ ) জননী – রেখেছ বাঙ্গালী করে মানুষ করোনি.

11 Comments

Image

মুক্তা তানজিনা 29 Oct 2021

আমাদের ধর্মে স্পষ্টভাবে নাচ-গান-বাদ্য বাজনা নিষিদ্ধ করা হয়েছে, আপনি কোন আক্কেলে হিন্দুয়ানীদের সাথে আমাদের মেলাচ্ছেন?

Image

উম্মে রাবেয়া 05 Nov 2021

পর্দা করা প্রতিটা মুসলিম নারীর জন্য ফরজ করা হয়েছে।

Image

আলম আরিফ 11 Dec 2021

বেপর্দা নারীরা আজকাল আধুনিকায়নের নামে সমাজের ক্ষতি করছে।

Image

Karim 15 Jan 2022

APNI ESHOB KI LIKHEN? KENO LIKHEN? BONDHO KORUN

Image

Yadud 22 Feb 2022

অসম্ভব সুন্দর একটা লেখা, মন ছুঁয়ে গেলো!

Image

Tanzina 22 Apr 2022

👍👍

Image

Ferdous 01 May 2022

কুরবানী নিয়ে এমন কথা ! আপনাদের মতো কাফিরদের জন্যই মুসলিম রা আজ এতো অবহেলিত পুরো পৃথিবীতে ।

Image

বিশ্বাস আশিক 06 Aug 2022

নারীবাদের নামে মেয়েদের পতিতা বানানোই আপনাদের উদ্দেশ্য।

Image

মারিয়া আনোয়ারা 15 Nov 2022

আজকালকার টীন এজারস দের ব্রেন ওয়াশ করছেন আপনাদের মত কিছু নস্ট নারীবাদী।

Image

Wahid 19 Feb 2023

naribad nipake jaak 😷

Image

মুরাদ মোস্তাফিজুর 30 Jun 2023

chup kor beyadob mohila 😶

Leave a comment