সমকামনা - সমকামী নারী
January 23, 2022
My Life
20 Comments
আমি নারী। আমি কী স্বাভাবিক না যদি বলি আমি আরেকজন নারীর প্রতি আকর্ষণ বোধ করি? কেন আমাকে fix করতে হবে আমি defective? এই আকর্ষণবোধ তো all on a sudden না, সেই teenage থেকে feel করছি। আর কতো লুকিয়ে রাখবো নিজেকে। আমরাও একধরনের মানুষ; আমাদেরকে আমাদের মতন স্বাধীনভাবে বাঁচতে দাও।
কাউকে বলতে পারিনা মনের কথা। সদা সর্বদা ভয় , সবাই জেনে ফেলার ভয় , যেন আমি কোনো চোর বা ডাকাত। এভাবে আর কতদিন চলবে? আমি তো আর একলা না। আমার মতোন এখন অনেক আছে। কতদিন এভাবে চুপ করে বসে থাকবো?
একদিন তো বলেই ফেলব। বাবা মা বলে চুপ কেউ যেন না জানে তুই যে কত বড় কলঙ্কিনী। আমি কী করব যদি আমি তোমাদের চোখে ডিফেক্টিভ হয়ে থাকি। আমি তো ইচ্ছে করে হইনি এমন। নিজের অজান্তে কখন যে এক অতৃপ্তি নিজের মনে ধীরে ধীরে আস্তে আস্তে বড় , আরো বড় হতে শুরু করেছে ; মনে নেই।
আর পারছি না আপন মনকে শিকল পরিয়ে বেঁধে রাখতে। আমিও বলতে চাই তাকে সবার সামনে যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে চাই আমার করে রাখতে।
যতটুকু মনে আছে, স্কুলের দিন থেকেই বুঝতে পেরেছিলাম যে আমি মেয়েদের প্রতি আকৃষ্ট। আবিদা যে কোমড় দুলিয়ে দুলিয়ে বাসায় যেতো স্কুল ছুটির পর, আহা কী সুন্দর লাগত , আমি পেছন পেছন যেতাম। আমাদের ক্লাসের জিন্নাত আরা , হাটগুলো কতো সুন্দর ছিলো , তার আঙুলগুলো আর ঠোঁট । যখন কথা বলত, আমি শুধু ঠোঁটের পানে চাহিয়া চাহিয়া নয়ন ভরিয়া তাঁহারে দেখিতাম। নির্মল সৌন্দর্য।
এখন পুরো বিশ্ব জুড়ে সমকামী মানুষ ভেরিফিকেশন পাচ্ছে, পাচ্ছে নিজের অনুভূতি নির্দ্বিধায় প্রকাশ করার স্বাধীনতা। আমরা কেন পারবো না? বাংলাদেশ নামক একটা মিক্সড রিলিজিয়াস দেশে আছি বলে?
কেন আমাদেরকে লুকিয়ে থাকতে হয়? আমার বিয়ে হয় তথাকথিত traditional সিস্টেমে। কী হয়েছে বিয়ে দিয়ে আমাকে? ভালো নাই আমি। আমরা কেউ ভালো নাই। স্বামী এখন আমাকে ব্ল্যাকমেইল করছে কারণ আমাদের দেশে সমকামিতা নিষিদ্ধ, তাই illegal। abuse হচ্ছি প্রতিদিন। বাবা মা বলেছেন বিয়ে দিয়ে আমরা দায়িত্ব শেষ করছি; আমাদের কিছু বলতে এসো না
বাংলাদেশে প্রচুর নারী আছেন যারা সমকামী, কিন্তু পরিবারের চাপে তারা বিয়ে করতে বাধ্য হচ্ছেন এবং পুরোটা সময়ই এক ধরণের আরোপিত জীবনযাপন করছেন। যেখানে আমরা এখনও sex নিয়ে খোলামেলা কথা বলি না সেখানে সমকামিতা নিয়ে কথা বলাটা যেন এক অত্যন্ত বিশ্রী ব্যাপার।
অনেক নিচু মন মানসিকতার পরিচয় দেয়া মনে করে সবাই। কিন্তু সেক্স তো একটা সাধারণ চাহিদা। একজন মানুষের ন্যূনতম অধিকার। স্বাধীনতা অপরিহার্য। নাহলে এই অসুস্থ সমাজে আরো বেশি অসামাজিক কর্মকাণ্ড হতে থাকবে টেবিলের তলায়, ক্যাফের বাথরুমে, অফিসের লিফটে।
20 Comments
কালাম 28 Jan 2022
ছিঃ ! কি নোংরা মনমানসিকতা!
হক সাব্বির 03 Feb 2022
আপুমনি , আপনি লেসবিয়ান বুঝি, আমার কাছে আসেন, আপনাকে একটু দেখি !
জেসিকা 28 Feb 2022
দুনিয়ায় ব্যাটাছেলের অভাব পরছে নাকি ?
Sujon 13 Mar 2022
সমকামীদের ওপর আল্লাহ্ লানত।
সিরাজুম 01 June 2022
নোংরা চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন !
Oporajoy 12 June 2022
Shame ! shame !
সিদ্দিকা ফারজানা 26 June 2022
ঘেন্নায় গা রি রি করে উঠলো, কিভাবে একজন মুসলমান এভাবে ভাবে।🤬
আয়াত বর্ষা 20 July 2022
আপনাকে খুঁজছে XXX.com
বৃষ্টি শারমিন 05 Aug 2022
আপনার স্বামী এখনো আপনাকে ডিভোর্স করেনি ?
কুবরা হ্যাপি 11 Sept 2022
সমাজে নোংরামি ছড়াচ্ছিস, নষ্টা মেয়ে !
আহসান 21 Sept 2022
একজন মুসলমান কখনো এভাবে ভাবতে পারেনা।
Open Mind 15 Oct 2022
Say justice for Lesbians 😃
মোস্তাফিজুর 23 Dec 2022
বিয়ে করার আগে এসব মাথায় ছিলোনা ? একটা ছেলে ও তার পরিবারকে ঠকানো !
মৌসুমি 25 Dec 2022
তোর খোমা টা একটু দেখতে চাই, দেখি কোন বাপের বেটি !
জেসিকা 31 Dec 2022
আমার এমন সন্তান হলে আঁতুড়ঘরেই মেরে ফেলতাম !
মুস্তাফা ইসরাত 03 Jan 2023
মন চাইলেই যা খুশি তা বলা বা লেখা যায়না, পরকালের ভয় করুন।
বাবু উজ্জ্বল 15 Jan 2023
নিশ্চিত জাহান্নাম !
মুহাম্মদ জিলানী হাফিজ 06 Feb 2023
তোকে অনেক আগে থেকেই লিখা বন্ধ করতে বলসি। কথার অবাধ্য হইসিস। তোকে যখনই সামনে পাবো প্রথমে ধর্ষণ করে কুপিয়ে ধর থেকে মাথা আলাদা করে ফেলবো।
সুলতানা তানজিনা 09 Feb 2023
Apu Amio lesbian, apnar moto korei vabi, dekha korte chai.🥳
মুহাম্মদ জিলানী হাফিজ 12 Feb 2023
আগুন লাগিয়ে দেবো তোর মেয়ের গায়ে।