পেডোফিলিয়া অর্থ শিশুকাম - একটি ভয়াবহ মানসিক বিকৃতি

November 12, 2021

My Life

10 Comments

একটি শিশু মেয়ে তাদের মামা চাচাদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। বিষয়টি এমন নয় যে, একদিন একটি মেয়ের পিরিয়ড হওয়া শুরু হলো, আর সাথে সাথে মেয়েটি সেক্স এবং বাচ্চা জন্ম দেয়ার জন্য উপযুক্ত হয়ে গেল। কিন্তু একটি মেয়েকে খুব ছোট বয়সেই বিয়ে দিয়ে দেয়া হলে, বা নিয়মিত যৌন নির্যাতন করা হলে, বা বিয়ে দিয়ে স্বামীর যৌন চাহিদা মেটাতে হলে তার brain খুব দ্রুত তার শরীরকে যৌনতার জন্য প্রস্তুত করতে শুরু করে।নানী দাদীদের মুখে প্রায়ই শুনে থাকবেন যে, যে সকল মেয়ের আগে আগেই পিউবার্টি চলে আসে, তারা আর বেশী লম্বা হয় না। মুহাম্মদের জন্মের বহু বছর আগেই সেই প্রাচীন রোমে শিশু মেয়েদের নিরাপত্তার দিক বিবেচনা করে ১২ বছরের কম বয়সে মেয়েদের বিবাহ নিষিদ্ধ করা হয়েছিল।

বাঙলাদেশের ইসলামিস্টগণ বাল্যবিবাহের পক্ষে আন্দোলন করে যাচ্ছে। এটি নবীর সুন্নত, একে নিষিদ্ধ করা যাবে না। মুমিন ভাইদের অধিকার বাল্যবিবাহ করার।বাচ্চা মেয়েদের দেখলে তাদের নাকি যৌন উত্তেজনা হয়! হাদীসের মাধ্যমে জানতে পারি যে মুহাম্মাদের সাথে আয়িশার বিবাহের সময় আয়িশার বয়স ছিল ছয় বছর এবং নয় বছর বয়সেই তিনি মুহাম্মাদের সাথে যৌনসঙ্গম করেন. সে সময় আয়িশা দোলনায় দোল খাচ্ছিল । খাদিজার মৃত্যুর একমাসের মধ্যে আয়িশাকে মুহাম্মদ বিয়ে করেছিল। মুহাম্মদের বয়স তখন ৫০+, আয়িশার বয়স ৬ এর কম। নবী মুহাম্মদের মৃত্যুর সময় আয়িশার বয়স ছিল ১৮ যেটা ছিলো বিবাহ করার জন্য তুলনামূলক সঠিক বয়স।

মুহাম্মদ যে শুধু অপ্রাপ্তবয়ষ্ক আয়িশার প্রতিই আকর্ষিত ছিলেন, তা নয়, হামাগুড়ি দেয়া কচি শিশু দেখেও তিনি তাকে বিবাহ করতে ইচ্ছা প্রকাশ করেছিল Muhammad saw Um Habiba, the daughter of Abbas while she was fatim (age of nursing) and he said, “If she grows up while I am still alive, I will marry her.

নবী শিশু আয়িশাকে বিয়ের আগে স্বপ্নে দেখতেন । স্বপ্নগুলোও খুবই আগ্রহ উদ্দীপক।নবী এই স্বপ্ন দেখে বুঝলেন যে, আল্লাহ তাকে ঐ শিশুকে বিবাহ করতে হুকুম দিচ্ছেন, এক বিষ্ময়কর ব্যাপার! ইসলামে বয়ঃসন্ধিকালে পৌঁছানোর পর পুতুল নিয়ে খেলা নিষিদ্ধ। সুতরাং আয়িশার তখন পর্যন্ত ঋতুস্রাব শুরু হয় নি। নবী আরো একজন শিশুকেও বিয়ে করেছিলেন। নবীকে বাজারি নিচু লোক বলে গালাগালি করে আল্লাহর কাছে সাহায্য চান।রাসুলুল্লাহ বললেন তুমি তো এক মহান সত্তার কাছে সাহায্য চেয়েছ তুমি তোমার পরিবারের কাছে চলে যাও।

নবী মুহাম্মদ বলেছেন, কুমারী মেয়েদের যোনীপথ অপেক্ষাকৃত উষ্ণ হয়। তাই তিনি কুমারী বিয়ে করার পরামর্শ দিয়েছেন। রসূলুল্লাহ বলেছেনঃ তোমাদের কুমারী মেয়ে বিবাহ করা উচিত। কেননা তারা মিষ্টিমুখী, নির্মল জরায়ুধারী এবং অল্পতেই তুষ্ট হয়।

যুদ্ধবন্দী হিসেবে প্রাপ্ত কিংবা বাজার থেকে মুসলিমগণ ছোট ছোট বালিকা কিনে এনে তাদের সাথে হালাল উপায়েই যৌনকর্ম করতে পারে। নির্লজ্জ নির্মম এবং অসুস্থ! নবীর মেয়ে হযরত ফাতেমার স্বামী হযরত আলী এক অপ্রাপ্তবয়ষ্ক বালিকা বন্দিনীর সাথে sex করছিলেন, যে বন্দিনীকে তিনি শ্বশুরের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন।

ইসলামে যেহেতু নবীর সকল কাজকেই নৈতিকতা এবং আইনের একমাত্র উৎস হিসেবে ধরা হয়, অপরিবর্তনীয় এবং কেয়ামত পর্যন্ত প্রযোজ্য নীতি বলে ধরা হয়, তাই নবীর এই শিশু বিবাহের মত মারাত্মক এবং ভয়াবহ কর্মটিও ইসলামী শরীয়া আইনের একটি অংশ হয়ে যায়, সেই সাথে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কাজটি বৈধতা অর্জন করে। যেহেতু নবী নিজেই কাজটি করেছেন, তাই মুসলিমগণ কাজটিকে অনৈতিক বা বর্জনীয় কাজ বলে মনে করতে পারেন না। যা খুবই ভয়াবহ চিন্তা। এই চিন্তার অবসান ঘটুক, পৃথিবীতে আর কোন শিশু বাল্যবিবাহের নির্মম শিকার না হোক, সেটিই আমাদের প্রত্যাশা।

10 Comments

Image

Shut Up 15 Nov 2021

Ei mohila pagol.

Image

সুমন 30 Nov 2021

আমাদের নবীজীকে নিয়ে এসবকী কথাবার্তা। আপনার মাথা নষ্ট হয়ে গেছে। ভাই কোথায়। সেক্স করেন বেশি বেশি।

Image

ঝিলিক ইসরাত 17 Jan 2022

Nari shadhinota chaite giye ar kicudin por apnara rastay lengta hoye hatte chaiben.

Image

মানিক আরিফ 21 Mar 2022

Atheist

Image

Insan Ali 26 Apr 2022

অ্যাস তাগফিরউল্লাহ🤒

Image

Jesan 20 May 2022

Where are you getting this misinformation? Are you crazy? Stop writing these otherwise we will come after you.

Image

আরা আছমা 09 July 2022

ইন্নালিল্লাহ ! তুই এবার শেষ হয়ে যাবি। তোর দিন শেষ

Image

ফজলে আশিক 22 Jan 2023

জাহান্নামী অস্তাগফিরুল্লাহ

Image

আবু মালেক 18 Feb 2023

আপু আপনার লিখাগুলো আমি অনেক মনোযোগসহকারে পড়ি। i am very disappointed। আপনি আমাদের মুহাম্মদ স: কে নিয়ে এসব বাজে কথা কীভাবে লিখলেন। 😔😔

Image

বক্কর 19 Feb 2023

নারায়ে তাকবির আল্লাহু আকবর

Leave a comment